সুন্দরবন ডেক্স: শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৩০ আগস্ট (রবিবার)বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে ও কেয়ার-বাংলাদেশের সহযোগিতায় ক্লাইম্ব প্রজেক্ট অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় রায়েন্দা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জালাল আহম্মেদ রুমির সভাপতিত্বে ও রূপান্তর ফিল্ড ফেসিলেটেটর সুমিত্রা মল্লিকের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, ক্লাইম্ব প্রোজেক্ট ম্যানেজার আলমগীর হোসেন মিরু,শরণখোলা প্রেসক্লব প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ আলী,কেয়ার বাংলাদেশ প্রতিনিধি গৌরভ কুমার নন্দি, রায়েন্দা বাজার কমিটি সাধারণ সম্পাদক মোঃ বাবুল তালুকদার,সাংবাদিক মোঃ শাহীন হাওলাদার, রায়েন্দা ইউনিয়ন পরিষদ সচিব সুব্রত হালদারসহ ইউপি সদস্যগন,সাংবাদিক,সিপিপি,সরকারি-বেসরকারি সেচ্ছাসেবী সংগঠনের সদস্যগন,রূপান্তর ও কেয়ার বাংলাদেশের কর্মকর্তা প্রমূখ।
এ অবহিতকরন সভার উন্মুক্ত আলোচনায় ইনোভেশনের পাশাপাশি দুর্যোগকালীন সাইক্লোন শেল্টারে সুপেয় পানি ও আলোর ব্যবস্থা রাখা,অকেজো পিএসএফ সচল করা, কৃষিভিত্তিক উন্নয়ন, রেকর্ডিও খাল খনন পুকুর খননসহ জনকল্যাণমূলক কাজের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান বক্তারা।