রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে যথাযথ মর্যাদার সাথে ঐতিহাসিক জেল হত্যা দিবস পালিত হয়েছে। ৩ নভেম্বর ২০২২ সকাল ১০.০০ টায় রামপাল উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে উপজেলা অডিটোরিয়ামে দিবসটি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়
রামপাল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ আবু সাঈদ, রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অবঃ) শেখ মোতাহার রহমান,
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হামীম নূরী, বাগেরহাট জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স, রাজনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র, রামপাল উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তরফদার মাহফুজুল হক টুকু, বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির, হুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন কুমার গোলদার, রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাঃ সুলতানা পারভীন,
গৌরম্ভা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গাজী গিয়াস উদ্দিন, ভোজপাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নূরুল আমিন, রামপাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী সহ রামপাল উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।