সুন্দরবন ডেক্স: বাগেরহাটের শরণখোলায় আগামী তিন বছরের জন্য উপজেলা তাঁতী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাবেক ইউপি সদস্য মোঃ জাকির হোসেন খানকে সভাপতি ও মোঃ মনির হোসেন জোমাদ্দারকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার বিকেলে জেলা তাঁতী লীগের সভাপতি তালুকদার আব্দুল বাকী ও সাধারণ সম্পাদক ইফতেখার ইসলাম রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষনা করা হয়।
নতুন কমিটির নেতৃবৃন্দ বুধবার সন্ধ্যায় শরণখোলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পরিচিতি সভা ও মতবিনিময় করেন। শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সহ-সভাপতি নজরুল ইসলাম আকন, নবগঠিত তাঁতী লীগের সভাপতি মোঃ জাকির হোসন খান,
সাধারণ সম্পাদক মোঃ মনির জোমাদ্দার, সহ-সভাপতি মোঃ শাহীন গাজী, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সবুজ তালুকদার প্রমুখ। নতুন কমিটির নেতৃবৃন্দ আগামী তিন বছরের মধ্যে উপজেলার সকল ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।