মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৯:০৯ অপরাহ্ন

আর্জেন্টিনা নয়, শিরোপা জিতবে এবার ব্রাজিল!

  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

সুন্দরবন ডেক্স: আর মাত্র কয়েকদিন। এরপরই কাতারে শুরু হবে বিশ্বকাপ ফুটবল। তার আগে প্রিয় দল নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। অনেকেই হিসাব কষছেন, কোন দল জিতবে এবারের বিশ্বকাপ।

কারও চোখ আর্জেন্টিনার দিকে। কেউ বা বলছেন ব্রাজিল। ইউরোপের দেশগুলো চমক দেখাতে পারে বলেও আওয়াজ তুলছেন কেউ কেউ। তবে এবার ইউরোপ না, শিরোপা যাবে লাতিন আমেরিকায়। সোনালি ট্রফি নিয়ে উল্লাসে মাতবে নেইমারের ব্রাজিল। এমনটাই জানিয়েছে পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট স্ট্যাটস পারফর্ম ওপ্টা।

মেসিকে পেছনে ফেলে বল নিয়ে ছুটছেন নেইমার
‘মেসি ও আর্জেন্টিনা অন্যতম ফেভারিট’
ওপ্টার জরিপে সর্বোচ্চ ১৫.৮% শিরোপা জেতার সম্ভাবনা ব্রাজিলের। সেলেকাওদের ফাইনালে ওঠার সম্ভাবনা সর্বোচ্চ ২৫.৩%। ব্রাজিলের পরই আছে আর্জেন্টিনা। মেসিদের শিরোপা জেতার সম্ভাবনা ১২.৬%। মেসিরা ফাইনালে উঠতে পারে এই সম্ভাবনা ২১.১%।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। ফরাসিদের শিরোপা জেতার সম্ভাবনা ১২.২%। ফাইনালে ওঠার সম্ভাবনা আর্জেন্টিনার চেয়ে তাদের একটু বেশি, ২১.৯%। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন। তাদের শিরোপা জেতার সম্ভাবনা ৯.১%। এরপর শীর্ষ দশে যথাক্রমে রয়েছে ইংল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস, পর্তুগাল, বেলজিয়াম ও ডেনমার্ক।

গত বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়া রয়েছে এই তালিকায় এগারতম স্থানে। ক্রোয়াটাদের শিরোপা জেতার সম্ভাবনা ১.৮%। আগামী ২০ নভেম্বর কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপ ফুটবলের। চাপা রোমাঞ্চ অনুভব করছে ভক্ত-সমর্থকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2023 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102