সুন্দরবন ডেক্স: নানা আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ও ইউনিসেফের অর্থায়নে “একসিলারেটিং প্রটেকশন ফর চিলড্রেন ( এপিসি) প্রকল্পের” সহযোগিতায় ও শরণখোলা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় “বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২২ পালিত হয়েছে।
“গড়বে শিশু সোনার দেশ,ছড়িয়ে দিবে আলোর রেশ “এমন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২২ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টায় উপজেলার রাজাপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অবস্থিত ” গানের সুর শিশু ও কিশোর কিশোরী ক্লাবের সদস্য ও স্কুলের শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালি শেষে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান, ছবি অংকন প্রদর্শন এবং শিশু অধিকার নিয়ে একটি নাটিকা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এপিসির সিআরএফ কর্মকর্তা মোঃ জুলহাস মোল্লার সঞ্চালনায় শরণখোলার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই আলম সিদ্দিকী।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজাপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল হোসেন এবং ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন তালুকদার,শিক্ষক,শিক্ষিকা, সাংবাদিক,অভিবাবকগণ,শত শত শিক্ষার্থীসহ অন্যরা উপস্থিত ছিলেন।