সুন্দরবন ডেক্স: মায়ের মৃত্যুর তিন মাসের মাথায় বাবাকে হারালেন বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, শরণখোলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দেশ সংযোগ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান স্বপন। মঙ্গলবার (১৩ডিসেম্বর) সকাল ৮টার দিকে না ফেরার দেশে চলে যান তার বাবা আব্দুল মান্নান আকন (৯৫) (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন)।
আব্দল মান্নান আকন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। এক সপ্তাহ আগে খুলনার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখান থেকে গত রবিবার তাকে বাড়িতে নিয়ে আসা হয়। এর দুদিন পর উপজেলার বাধাল গ্রামের নিজ বাড়িতেই মারা যান তিনি। এর তিন মাস আগে গত ১৩ সেপ্টেম্বর একই দিনে (মঙ্গলবার) মারা যান সাংবাদিক স্বপনের মা জাহানারা বেগম।
মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। এদিন বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্ত্রী জাহানারা বেগমের পাশে দাফন করা হয় তাকে।
আব্দুল মান্নান আকনের মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম এক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।