সুন্দরবন ডেক্স: বাগেরহাটের শরণখোলায় নারী নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে জেন্ডার এন্ড লিডারসিপ ফর এসএস গ্রæপের সদস্যদের তিনদিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। গত ১২ থেকে ১৪ ডিসেম্বর এসএসএফ জেন্ডার মেইনস্ট্রিং প্রকল্পের আওতায় উদায়ন বাংলাদেশ এ প্রশিক্ষনের আয়োজন করে।
অফিসার্স ক্লার মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই আলম সিদ্দিকী প্রশিক্ষন কার্যক্রম উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা দেব্রত সরকার, শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ ইকরাম হোসেন। প্রশিক্ষ হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মুস্তাহাব আহমেদ নাইম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই,
যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার, সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, প্রকল্পের প্রোগ্রাম আফিসার মোঃ আব্দুল হালিম ও একাউন্ট এডমিন অফিসার মোঃ মোশারেফ হোসেন। প্রশিক্ষনে নারী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে নেতৃত্বের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।