বাগেরহাটের শরণখোলায় দৈনিক ইত্তেফাকের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শনিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই আলম সিদ্দিকী।
প্রেসক্লাব সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে ও ইত্তেফাক শরণখোলা সংবাদদাতা শেখ মোহাম্মদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মেজবাহ উদ্দিন খোকন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, আওয়ামী লীগ নেতা এম ওয়াদুদ আকন, উপজেলা সদর রায়েন্দা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক মনিরুজ্জামান বাবুল তালুকদার ও উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মোঃ জামাল আকন প্রমূখ।
বক্তারা দেশের স্বাধীনতা সংগ্রামসহ বিভিন্ন ক্ষেত্রে ইত্তেফাকের বলিষ্ঠ ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে ইত্তেফাক শতবর্ষে পদার্পণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে ইত্তেফাকের শরণখোলা সংবাদদাতা শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদর রায়েন্দা বাজার প্রদক্ষিণ করে। এ সময় বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রশাসন, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও ব্যবসায়ি নেতৃবৃন্দ অংশ নেন।