সুন্দরবন ডেক্স: বাগেরহাটের শরণখোলায় আ. রহিম মীর নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে। চোরেরা সিঁদ কেটে ঘরে ঢুকে আলমারীর তালা ভেঙে নগদ ৫০ হাজার টাকা ও প্রায় তির ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলা খাদা গ্রামে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ব্যবসায়ী আ. রহিম জানান, তার স্ত্রী শাহনাজ বেগম একসময় সৌদী থাকতেন। সম্প্রতি দেশে আসেন। সেখান থেকে আসার সময় বিভিন্ন ধরণের স্বর্ণালঙ্কার নিয়ে আসেন। সেসব অলঙ্কার আলমারীতে রাখা ছিল। ঘটনার সময় তিনি ছিলেন পাচরাস্তা মোড়ে তার ব্যবসাপ্রতিষ্ঠানে।
স্ত্রী গিয়েছিলেন বাজারে কেনাকাটা করতে। ঘরে কেউ না থাকার সুযোগে চোরেরা সিঁদ কেটে ঘরে ঢোকে। স্টীলের আলমারীর তালা ভেঙে ৫টি চেইন, ৩টি আঙটি, ৫জোড়া কানের দুল (সবমিলিয়ে প্রায় ৩ভরি) এবং ৫০ হাজার টাকা নিয়ে যায়।
শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চোরদের সনাক্ত করার চেষ্টা চলছে।