সুন্দরবন ডেক্স: বাগেরহাটের শরণখোলায় জাতীয় পার্টির (জাপা এ.) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১জানুয়ারি) বিকেলে উপজেলা সদর রায়েন্দা বাজারের শের-ই বাংলা সড়কে পার্টির নিজস্ব কার্যালয়ে এই কর্মসূচী পালিত হয়।
জাপার উপজেলা সভাপতি গাজী বদরুজ্জামান আবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাচ্চু, গোলাম মোস্তফা তালুকদার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আকন, শ্রমিক পার্টির সভাপতি আ. রশিদ তালুকদার, যুবসংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে পার্টির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাস্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ওলামা পার্টির সভাপতি মাওলানা আ. মান্নান।