সুন্দরবন ডেক্স: সারাদেশের ন্যায় বাগেরহাটের শরণখোলায় শিক্ষার্থীরা পেলো নতুন বছরের বই। এ উপলক্ষে রোববার (১জানুয়ারী) সকাল ১০টায় রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে বই উৎসব।
রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মলেন্দু হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবে প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূর-ই আলম সিদ্দিকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুজ্জামান খান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশারাফুল ইসলাম।
পরে উপজেলা সদরের আরকেডিএস বালিকা বিদ্যালয়, শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট এবং রায়েন্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়। এসব অনুষ্ঠানে ইউএনও নূর-ই আলম সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
উপজেলা মাধ্যমিক ও প্রাথমকি শিক্ষা কর্মকর্তা জানান, এদিন একযোগে উপজেলার সরকারি-বেসরকারি ১৪২টি প্রাথমিক বিদ্যালয়, ২০টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৬ টি মাদ্রাসার মোট ২৯ হাজার ১৯০ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।