রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ নতুন বছরের (২০২৩ সাল) প্রথম দিনে কোমলমতি শিশুদের হাতে বই তুলে দিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় উপমন্ত্রী হাবিবুন নাহার। রবিবার সকাল ১০টায় কাদিরখোলা মাধ্যমিক বিদালয়ের সভাপতি আলহাজ্ব জামিল হাসান জামু’র সভাপতিত্বে আয়োজিত বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপমন্ত্রী হাবিবুন নাহার (এম.পি) এ বই বিতরণ করেন।
উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন যে, আমাদের সরকার শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। তার সুফল ও দেশ ইতোমধ্যে পেতে শুরু করেছে।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার ফলে আজ বছরের প্রথম দিনে প্রথম থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীরা নতুন বই হাতে পাচ্ছে।
বই বিতরন উৎসবে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, প্রবীন রাজনীতিবিদ ও শিক্ষক মোঃ আজম হোসেন, গিলাতলা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত পাল, প্রভাষক মোঃ মোস্তফা কামাল পলাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান, কাদিরখোলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাওলাদার আঃ মান্নান সহ বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ বই বিতরন উৎসবে উপস্থিত ছিলেন।