রামপাল(বাগেরহাট) প্রতিনিধি: রামপালে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ৪ জানুয়ারী সকাল ১০.০০ টায় রামপাল উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা সায়রা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হামীম নূরী, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও বাঁশতলী ইউনিয়নের চেয়ারম্যান শেখ মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল (ভিপি সোহেল), উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূরূল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসেনেয়ারা মিলি, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজু সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি স ালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী।