সুন্দরবন ডেক্স: প্রধানমন্ত্রীর উপহারের কম্বল পেলেন বাগেরহাটের শরণখোলার রায়েন্দা ইউনিয়নের হতদরিদ্র তিন শতাধিক শীতার্ত মানুষ। শুক্রবার (৬জানুয়ারি) সকালে উপজেলা সদরের রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়া উদ্দিন (অব.) ম থেকে আনুষ্ঠানিকভাবে এই কম্বল বিতরণ করা হয়। রায়েন্দা ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলজাহ আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত এই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূর-ই আলম সিদ্দিকী।
বিশষে অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, সকহকারী কমান্ডার আবু জাফর জব্বার, শরণখোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল দাস, শেখ মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম ও রায়েন্দা বাজার কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল তালুকদার।
পরিষদের প্যানেল চেয়ারম্যান জালাল আহম্মেদ রুমির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউপি সদস্য সরোয়ার হোসেন তালুকদার, খায়রুল ইসলাম শরীফ প্রমূখ।