সুন্দরবন ডেক্স: সুন্দরবন থেকে মাত্র চার কিলোমিটার দূরত্বে বাগেরহাটের শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামে অবৈধভাবে একটি করাত কল বসানো হয়। মঙ্গলবার (২৪জানুয়ারি) সকাল ১১টার দিকে সেটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনও করা হয়েছিল। কিন্তু বনবিভাগ বিষয়টি জানতে পেরে উদ্বোধনের চার ঘন্টার মাথায় বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে ভেঙে দেয় সেই করাত কলটি।
বনবিভাগ জানায়, সংরক্ষিত বনের ১০ কিলোমিটারের মধ্যে কোনো করাত কল স্থাপন আইনগত নিষিদ্ধ। সেই আই অমান্য করে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস থেকে মাত্র চার কিলোমিটার দূরে বকুলতলা গ্রামে এইচ এম মিঠু ও হুমায়ুন হাওলাদার নামে দুই ব্যক্তি যৌথভাবে এই অবৈধ করাত কলটি স্থাপন করেছিলেন। খবর পেয়ে বনরক্ষি ও সিপিজি সদস্যরা থানা পুলিশের সহায়তায় অবৈধ করাত কলে অভিযান পরিচালনা করেন।
করাতকল মালিক এইচ এম মিঠু অভিযোগ করে বলেন, সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে কমপক্ষে ৩০টি করাতকল রয়েছে। সেগুলো ভাঙা হচ্ছেনা। অথচ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে স্থাপনের সাথে সাথেই ভেঙে ফেলা হয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফরেষ্ট রেঞ্জার সুফল রায় বলেন, সুন্দরবন থেকে চার কিলোমিটারের মধ্যে লোকালয়ে করাতকল স্থাপনের খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালানো হয়।
করাত কলটি ভেঙে মালামাল জব্দ করে রেঞ্জ অফিসে নেওয়া হয়েছে। কল মালিকদের বিরুদ্ধে বিধিগত ব্যাবস্থা গ্রহণ করা হবে। এছাড়া, বনসংলগ্ন এলাকার ১০ কিলোমিটারের মধ্যে যেসব অবৈধ করাত কল রয়েছে সেগুলোও ভেঙে দেওয়া হবে।