শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে সরস্বতী পূজার বানি অর্চনা ২০২৩ উদযাপন উপলক্ষে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রীয় হরিসভা মন্দিরে মন্ডপ পরিদর্শন করেন।
বৃহস্পতিবার সকালে তিনি অম্বিকা চরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ, সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী হরিসভা মন্দির সহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বী পূজারী ভক্তবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এ উপলক্ষে আলোচনা সভায় বক্তাব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএমদাদুল হক, থানার ওসি মো. সাইদুর রহমান, আওয়ামী লীগ নেতা জাহিদ হোসেন তালুকদার, সরস্বতী সংঘের উপদেষ্টা পংকজ কুমার ঘোষ, প্রধান শিক্ষক আব্দুল মালেক হাওলাদার, শিক্ষক অধির রঞ্জন বিশ্বাস, কামরুজ্জামান শেখ সহ স্থানীয় নেতৃবৃন্দ।