সুন্দরবন ডেক্স: বাগেরহাটের শরণখোলায় একটি খাবার দোকান, একটি খাবার হোটেল ও একটি বেকারী কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ জানুয়ারি) উপজেলার তাফালবাড়ী বাজারের এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূল-ই আলসম সিদ্দিকী। পরিচালিত হয়।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-ই আলম সিদ্দিকী জানান, তাফালবাড়ী বাজারের মুসলিম ফার্স্টফুড, শিপন হোটেল ও মান্নান বেকারী কারখানা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার আইনে ওই তিন প্রতিষ্ঠানের মালিককে ২১ হাজার টাকা অর্থদÐ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরো জানান, উপজেলার সকল হাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।