রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে কিশোর কিশোরী বান্ধব স্বাস্থ্য সুবিধা প্রদানের জন্য স্থানীয় স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান(কমিউনিটি ক্লিনিক) এর সাথে পিয়ার ভিত্তিক দলের সংযোগ স্থাপন কাজ সংক্রান্ত এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৮ জানুয়ারি শনিবার সকাল ১১.০০ টায় উপজেলার বাশতলী ইউনিয়ন পরিষদে ও দুপুর ১.০০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রজেক্ট এর আওতায় ওয়াল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহায়তায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা এর অর্থায়নে এবং উত্তরন এ কর্মসূচি বাস্তবায়ন করে।
উত্তরনের টেকনিক্যাল অফিসার বিভুদান বিশ্বাস মার্টিন, এস, সি, এফ প্রদীপ মজুমদার এবং এস, সি, এফ মালবিকা বিশ্বাস পিয়ার গ্রুপের সদস্য ও স্বাস্থ্য কর্মীদের মাঝে এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
এসময় তারা কমিউনিটি ক্লিনিক গুলোতে যে সকল পরিসেবা গুলো রয়েছে এ বিষয়ে উপস্থিত সবাইকে ধারণা প্রদান করেন।
এছাড়া পিয়ার দলের সদস্যরা যে যে কাজ করবে সে বিষয়ে তাদেরকে ধারণা প্রদান করেন।
এ সময় পিয়ার গ্রুপের সদস্য, কমিউনিটি ক্লিনিক গুলোতে দ্বায়িত্বরত স্বাস্থ্য কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।