মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম

শরণখোলায় ১১৯ শিক্ষককে দেওয়া হল বিদায় সংবর্ধনা

  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

সুন্দরবন ডেক্স: বাগেরহাটের শরণখোলায় ১৯৯০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত অবসর গ্রহন করা ১১৯ জন প্রাথমিক শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে। বিদায়ী এসব শিক্ষকের মধ্যে ৪২জন প্রধান ও ৭৭জন সহকারী শিক্ষক রয়েছেন।

বিদায় অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষকের হাতে তাদের ছবি সম্বলিত ক্রেস্ট, একটি করে জায়নামাজ এবং হিন্দু শিক্ষকদের ক্রেস্টের পাশপাশি একটি করে তাদের ধর্মীয় গ্রন্থ গীতা উপহার দেওয়া হয়।
একই সঙ্গে শরণখোলা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মনিরুজ্জামানকে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

শরণখোলা উপজেলা পরিষদ ক্যাম্পাসে অবস্থিত টি টি অ্যান্ড ডিসি সরকারি প্রাথমকি বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত। বিশষে অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন, জেলা আওয়ামীলীগ নেতা এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জান মিলন,

উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, ধানসাগর ইউপির চেয়াম্যান মইনুল ইসলাম টিপু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর মো. মনিরুজ্জামান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম।

শিক্ষক সমিতির সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে ও শিক্ষক নেতা মিজানুর রহমানের স ালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন সহকারী শিক্ষা কর্মকর্তা রতন তুমার বল, শিক্ষক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, শিক্ষক নেতা নাসির উদ্দিন মুক্তা, মো. ফদির আহমেদ, মো. কবির হোসেন, আহসান আলম, মো. জুয়েল, আসমা আক্তার, মো. সদরুল হাসান, আরিফুল ইসলাম এবং বিদায়ী শিক্ষকদের মধ্যে মো. আবু হানিফ ও মো. শাহজাহান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2022 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102