শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
সুইডেনে পবিত্র কুরআন শরীফ পোড়ানোর প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মুসল্লিরা। রবিবার জোহর নামাজবাদ কাপুড়িয়া পট্টি কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সভায় বক্তাব্য রাখেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল মতিন,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় জামে মসজিদের সম্পাদক এম এমদাদুল হক প্রমুখ। সমাবেশ থেকে বক্তারা বলেন, পবিত্র কুরআন শরীফ পুড়িয়ে অবমাননাকারিদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক বিচারেরও দাবি জানান।