সুন্দরবন ডেক্স: বাগেরহাটের শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারের পূর্বমাথায় ৮৫ নং শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক শিশু শিক্ষার্থীর হাতে একটি ফুল ও মিষ্টি এবং মাথায় বিদ্যালয়ের নামাঙ্কিত কাগজের টুপি দিয়ে শিশুদের বরণ করে। কোমলমতি এসব শিশুদের চোখেমুখে আনন্দরাশি ছড়িয়ে পড়ে।
ফুল ও হাতে মিষ্ট এবং মাথায় কাগজের টুপি যেন শিশুগুলোর স্বপ্ন অভিযাত্রা! এ চিত্র উপজেলার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুবরণ অনুষ্ঠানের। এ বিদ্যালয়টি অতিশয় দরিদ্রপ্রবণ এলাকায় অবস্থিত।
আজ ৩০/০১/২৩ সোমরার সকালে শিক্ষার্থীর শিশু শিক্ষার্থীর হাতে ফুল ও মিষ্টি এবংমাথায় বিদ্যালয়ের নামাঙ্কিত কাগজের টুপি দিয়ে শিশুদের বরণ করে মহানূভবতার অনন্য নজির স্থাপন করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক শাওন হোসেন ও শিক্ষকেরা। শিশু বরণ উৎসবের সুচারূ ও বর্ণিল আয়োজনটি করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক নাসিম আরা মতিন।