মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম

সাড়ে চার ঘন্টায়ও নেভেনি ভিআইপি ব্যাগ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি: সাড়ে চার ঘন্টায়ও নেভেনি বাগেরহাটের মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)‘র ভিআইপি- ব্যাগ-১ নং কারখানার আগুন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পর্যায়ক্রমে খুলনা, বাগেরহাট ও মোংলা ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। এদিন রাত পৌনে ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস ও স্থানীয় শ্রমিকরা।

ইপিজেডের ভিআইপি কোম্পানির কর্মকর্তা মিজানুর রহমান জানান, আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর আসেনি, তবে তাদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কারখানাটিতে কতজন শ্রমিক ছিল সেটি নিশ্চিত ভাবে জানাতে পারেননি তিনি।

মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মো. মাহাবুব আহম্মেদ সিদ্দিক বলেন, দুপুরে হঠাৎ আগুন লাগে। এ কারখানায় কোম্পানিটির ফোম ও ব্যাগ ছিল। অগ্নিকাণ্ডের সময় দ্রুত সেখানকার কর্মরত শ্রমিকেরা বেরিয়ে আসেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

মোংলা বন্দর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আরবেশ আলীর ধারনা শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত ।

স্থানীয় একজন সংবাদকর্মীর দাবি, কারখানায় ঝালাইয়ের কাজ চলছিল। এসময় আগুনের ফুলকি এসে পড়ে ফোমের ওপর। সাথে সাথে কক্ষটি ধোয়ায় আচ্ছন হয়ে পড়ে এবং আগুন লেগে চারদিকে ছড়িয়ে পড়ে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক মোঃ গোলাম সরোয়ার রাত সাড়ে সাতটায় মুঠোফোনে বলেন, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমান এবং আগুন লাগার কারণও নিশ্চিত ভাবে জানা যায়নি। ইপিজেড কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2022 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102