সুন্দরবন ডেক্স: শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযুদ্ধকালীন ভারতের নৈহাটি ক্যাম্প ইন চার্জ বাগেরহাট জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হোসেন (৮৫) আর নেই। মঙ্গলবার (৭মার্চ) দুপুরের খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র, এক কন্য ও স্ত্রী রেখে গেছেন।
মোজাম্মেল হোসেনর ভাগ্নে শিক্ষক শহিদুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে তিনি অসুস্থ হয়ে পরলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রথমিক চিকিৎস্যা দিয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টায় তার মৃত্যু হয়। বর্ষীয়ান এই আওয়ামীলীগ নেতা সাউথখালী ইউনিয়নের পাঁচবার চেয়ারম্যান নির্বাচিত হয়। তিনি স্বাধীনতা উত্তর প্রথম শরণখোলা উপজেলা আওয়ামীলীেেগর সাধারণ সম্পাদক ছিলেন।
তার মৃত্যুতে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন, উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই আলম সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রায়েন্দা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।