অনলাইন ডেক্স: চুরি হয়েছিল গর্ভবতী গাভি, ৫ মাস পর বাছুরসহ ফেরত দিলো চোর! বাড়ির পেছনে একটি গাছে বাঁধা অবস্থায় বাছুরসহ গাভিটি পাওয়া গেছে প্রায় পাঁচমাস আগে চুরি হয়ে গিয়েছিল একটি গর্ভবতী গাভি। এরপর ফিরে পেতে প্রতিদিন নামাজে আল্লাহর কাছে দোয়া করতেন গরুটির মালিক শাহজাহান আলী। অবশেষে গাভিটি ফিরে পেয়েছেন তিনি। বাছুরসহ গাভিটি তার বাড়ির কাছে রেখে গেছে চোর।
এমনই ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের মহন গ্রামে। রোববার (১২ মার্চ) ভোরে বাড়ির পেছনে একটি গাছে বাঁধা অবস্থায় বাছুরসহ গাভিটি পাওয়া গেছে। চোরের মনে সুমতি আসায় বা রহস্যজনক কোনো কারণে চোর গরু ও বাছুর ফিরিয়ে দিয়ে গেছে বলে স্থানীয়রা মনে করছেন।
গরুর মালিক শাহজাহান আলী ওই গ্রামের মৃত মসলিম উদ্দিনের ছেলে। তিনি নরসিংদী সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে চাকরি করেন।
শাহজাহানের ছেলে দশম শ্রেণির ছাত্র সাব্বির জানায়, প্রায় পাঁচমাস আগে শুক্রবার জুমার নামাজের আগে বা পরে বাড়ির পাশে বেঁধে রাখা ক্রসজাতের গাভিটি চুরি করে নিয়ে যায় চোর। চুরি হওয়ার সময় গাভিটি পাঁচমাসের গর্ভবতী ছিল। প্রায় দেড় লাখ টাকা মূল্যের গরুটি হারিয়ে পরিবারটি বেশ বেকায়দায় পড়ে যায়। স্বজনরা মিলে বাজার ও গ্রামে গ্রামে খুঁজে বেড়ান। তবে গাভিটি পাওয়া যায়নি। রোববার ভোরে বাড়ির পেছনে গাছে বাঁধা অবস্থায় বাছুরসহ গাভিটি পাওয়া যায়।
সাব্বির বলে, ‘এতদিন পর গাাভিটি ফিরে পাওয়ায় আমরা অনেক আনন্দিত হয়েছি। সঙ্গে অবাকও হয়েছি। তবে আগের স্বাস্থ্যে নেই গরুটি। যত্নের অভাবে অনেকটা শুকিয়ে গেছে।’
গরু ফিরে পাওয়ার খবর পেয়ে নরসিংদী থেকে বাড়িতে এসেছেন শাহজাহান আলী। তিনি বলেন, ‘না পেয়ে প্রতি ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে গরু ও বাছুরটির নিরাপত্তার জন্য দোয়া করেছি। আজ সকালে ছেলে মোবাইলে ঘটনাটি জানায়। বাড়ি আসবো আসবো করছিলাম। খবর পেয়ে আজই বাড়িতে চলে এসেছি। গরুটি ফেরত পেয়ে আমিসহ বাড়ির সবাই ভীষণ খুশি।