সুন্দরবন ডেক্স: শরণখোলা সরকারি ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা পাঠদানের সময় শ্রেণীকক্ষে নিয়মিত এ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে আসে। শ্রেণীকক্ষে তারা শিক্ষকের লেকচারে মনোযোগী না হয়ে এ্যান্ড্রয়েড ফোন নিয়ে আসক্ত থাকে। একারনে শিক্ষকরা যেমন বিব্রত হয় তেমনি লেখাপড়ার প্রতি আগ্রহ কমে যাচ্ছিল শিক্ষার্থীদের। এ অবস্থায় কলেজ কর্তৃপক্ষ শ্রেণীকক্ষে এ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিষিদ্ধ ঘোষনা করে নোটিশ জারি করে।
একাধিকবার বলেও যখন কাজ হচ্ছিল না তখন শিক্ষকদের একটি দল মঙ্গলবার (১৪মার্চ) সকাল ১০টায় অভিযান চালায় শ্রেণীকক্ষে। অভিযানে শুধু একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে ২০০শত এ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শরণখোলা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আলম ফকির জানান, এমন অবস্থা দাড়িয়েছে যে শ্্েরণীকক্ষে লেখা পড়ায় মনোযোগ না দিয়ে শিক্ষার্থীরা এ্যান্ড্রয়েড ফোন নিয়ে ব্যাস্ত থাকে। একারনে শিক্ষার্থীরা লেখাপড়া থেকে দুরে সরে যাচ্ছিল।
বিষয়টি শিক্ষকরা আমাকে জানালে পরবর্তীতে টিচার্স কাউন্সিলের সভা করে শেণীকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ ঘোষনা করা হয়। এরপর শিক্ষকরা একাধিবার শিক্ষার্থীদের নোটিশ দিয়ে জানালেও কোন কাজ হচ্ছিল না। তাই এ অভিযান চালানো হয়। আগামী ১৯ মার্চ ওইসব শিক্ষার্থীদের অভিভাবকদের কলেজে আসতে বলা হয়েছে। এব্যাপারে অভিভাবকদের লিখিত প্রতিশ্রæতি নিয়ে ফোনগুলো ফেরৎ দেয়া হবে।