শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
‘প্রধানমন্ত্রীর দর্শন’মেগা প্রকল্প মেগা পুনর্বাসন’ আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় বাগেরহাটের মোরেলগঞ্জে আরও ১৩৭ টি পরিবার পেয়েছেন জমির মালিকানাসহ নিরাপদ আবাসন। বুধবার(২২মার্চ) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মোরেলগঞ্জের ১৩৭ টি পরবারের নিকট ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান হাতে ঘরের চাবি ও দলিল তুলে দেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল জাবির, শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।