রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে রামপাল উপজেলা প্রশাসন নানাবিধ কর্মসূচীর আয়োজন করে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন (২৫ মার্চ ২০২৩) শনিবার সকাল ১১.০০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য
অর্পণ করে।
পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামপাল উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম’র সভাপতিত্বে ও প্রভাষক মোঃ সাইফুল আলম বকতিয়ার’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম
হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল ও রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দীন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা রাণী মন্ডল ও রামপাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে
উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সচিব বীর মুক্তিযোদ্ধা কালীপদ অধিকারী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা ছায়েরা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী গোলজার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মতিয়ার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মতিউর রহমান, প্রভাষক মোঃ মোস্তফা কামাল পলাশ, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক বিভাষ হালদারসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।